দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
Published : 29 Jan 2024, 04:04 PM
চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সরিয়ে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নতুন কমিটির দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
রওশনের নিয়োগ করা মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সই করা চিঠি দেওয়া হয় সোমবার।
চিঠিতে বলা হয়েছে, “২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাসভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এক জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
“এই সভায় 'তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে' উপস্থিত সকল নেতৃবৃন্দ ঐকান্তিক দাবির প্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো. মামুনুর রশিদকে অন্তর্বর্তিকালীন সময়ের জন্য (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেন।”
“বর্তমানে নিবন্ধন নং-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো: মামুনূর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচলনা করবেন, এতদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি," বলা হয়েছে চিঠিতে।
দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
পরে নবনিযুক্ত মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর এক বিজ্ঞপ্তিতে বলেন, জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ ও মহাসচিব নিয়োগদান অবহিতকরণপত্র নির্বাচন কমিশনে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে নবনিযুক্ত দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়ের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিদিধি দল সিইসির একান্ত সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে ওই চিঠি হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ও নতুনবাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক হাফিজ, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, খোরশেদ আলম খশু, পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, এসএম হাসেম, এমএ রহিম খান, শেখ রুনা, সেরাজুল আরেফিন মাসুম ও জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আবু সাঈদ লিয়ন।
এর আগে সকালে গুলশানে রওশন এরশাদের বাসভবনে সভা করে নতুন কমিটি।
রোববার গুলশানে নিজের বাসায় দলের ‘ক্ষুব্ধ ও বঞ্চিত’ নেতাকর্মীদের নিয়ে সভা করে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে কাজী মো. মামুনূর রশিদকে মহাসচিব করার ঘোষণাও দেন তিনি।
পরে দুপুরে সংবাদ সম্মেলন করে চুন্নু বলেন, রওশনের এই সিদ্ধান্তকে আমলে নিচ্ছেন না তারা।
ওইদিনই জিএম কাদেরকে দ্বাদশ সংসদের বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
নতুন মুখপাত্র সুনীল শুভরায়
এদিকে প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মুখপাত্র করা হয়েছে।
দলটির রওশন মনোনীত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের অনুমোদনক্রমে এই নিয়োগ দেয়া হয়েছে।
প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগে অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
জিএম কাদের বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম উপনেতা