এ বিষয়ে গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক কোনো ভাষ্য পাওয়া যায়নি।
Published : 02 Aug 2023, 11:19 AM
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে সংগঠনটি।
তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক কোনো ভাষ্য পাওয়া যায়নি।
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, মঙ্গলবার রাত ২টায় নুরুল হক নুরের হাতিরঝিলের বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে ইয়ামিন মোল্লাকে ‘তুলে নিয়ে যায়’ গোয়েন্দা পুলিশ। সে সময় বাসার ‘সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও’ তারা নিয়ে যায়।
এর আগে বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লা এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে আটক করলেও ভোরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান।
তিনি বলেন “বিন ইয়ামিন মোল্লা সাংগঠনিক বিষয়ে কথা বলার জন্য নুরের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়।”
এদিকে রাতে নুরের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নুর বলেন, কোনো অনুমতি ছাড়াই ‘তারা’ গভীর রাতে দরজা ভেঙে বাসায় ঢুকেছে। সকালে আসতে বলা হলেও সেটা তারা মানেননি।
অভিযানের সময় তোর ছোট দুই বাচ্চা ‘ট্রমায় পড়েছে’ বলেও ভিডিওতে অভিযোগ করেন নূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযান কিংবা গ্রেপ্তারের বিষয়টি তারা জানেন না।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেনও বলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তারের খবর তার ‘জানা নেই’।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের বক্তব্য জানতে অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে ফোন করা হলে তিনি ধরেননি।