Published : 16 Jun 2023, 01:38 AM
আবু তাহেরের নেতৃত্বাধীন এনডিপিকে বের করে দিয়েছে ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, “আজ থেকে আবু তাহেরের এনডিপির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।”
গত বছরের ২২ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ার পরে জোটের শরিক ১২টি দল মিলে নতুন জোট গঠন করা হয়। এর আহ্বায়ক হচ্ছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।
গত ১৭ মার্চ ১২ দলীয় জোট থেকে বেরিয়ে যায় মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি। এবার এনডিপিও বাদ পড়ল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি এনডিপি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করে। সেখানে এনডিপির প্রধান আবু তাহের চলমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য দেন, যা কোনোভাবে জোটের কাছে গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষিতে আবু তাহেরসহ এনডিপিকে জোট থেকে বহিষ্কার করা হল।”
বর্তমানে ১২ দলীয় জোটের শরিকরা হল- সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টি, আবদুল করিম আব্বাসীর বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(বিএলডিপি), সৈয়দ এহসানুল হুদার জাতীয় দল, জুলফিকার বুলবুল চৌধুরীর মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা এম এ রকীবের ইসলামী ঐক্যজোট, তাসমিয়া প্রধানের জাগপা ও সৈয়দ নুরুল ইসলামের সাম্যবাদী দল।