বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের পর ঢাকায় ফিরলে গ্রেপ্তার হন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
Published : 09 Nov 2022, 04:42 PM
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম বুধবার সুলতানাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সুলতানাকে চিকিৎসা ও কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
দুই পক্ষের বক্তব্য শুনে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ডিভিশনের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কতৃর্পক্ষকে নির্দেশ দেয়।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নেওয়ার পর রোববার সকালে ঢাকায় ফিরেই গ্রেপ্তার হন সুলতানা আহমেদ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় পল্টন থানায় সোপর্দ করা হয়।
সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ আনা হয়েছে সেখানে।
রোববারই ওই মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও খবর