ঢাকায় বৈধ প্রার্থীর সংখ্যা ১৫৬ জন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন।
Published : 04 Dec 2023, 05:18 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে জমা পড়া ২৩৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৫৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের ভোটারের স্বাক্ষরের তালিকায় গড়মিল, প্রয়োজনীয় নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৭৮টি মনোনয়নপত্র। অর্থাৎ, এক তৃতীয়াংশ মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে।
ঢাকা ৪ থেকে ১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, মহানগরের এ ১৫টি আসনে মোট ১৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তার মধ্যে ১২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, বাতিল হয়েছে ৬৪টি।
এর মধ্যে ১৫টি মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে, ২৯ জন স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারদের সমর্থনের নথিতে গড়মিলের কারণে এবং ২০টি মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে আনুষাঙ্গিক কাগজপত্র না দেওয়ায়।
ঢাকা ১ থেকে ৩ ও ১৯ থেকে ২০ আসনের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক আনিছুর রহমান জানান, এ পাঁচ আসনে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর বাতিল হয়েছে ১৪টি মনোনয়নপত্র।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। সেখানে ৩০০ আসনে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়ন পত্র জমা দেয়।
সেসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে সোমবার, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল ও নিষ্পত্তি চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।