এই অক্টোবরে আছি, আগামী অক্টোবরেও থাকব: কাদের

“বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:08 AM
Updated : 7 Nov 2023, 11:08 AM

অক্টোবরের মধ্যে ফয়সালার বিষয়ে বিএনপি নেতাদের তরফ থেকে আসা নানা বক্তব্য উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা এই অক্টোবরেও ক্ষমতায় থাকছেন, থাকবেন আগামী বছরের অক্টোবরেও।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ইশতেহার প্রণয়ন কমিটির সভায় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের নানা বক্তব্যের জবাবে কাদের বলেন, "মির্জা ফখরুল সাহেব তো বলেই দিয়েছে আর মাত্র কয়টা দিন, আপনারা কোথায় যাবেন? মির্জা আব্বাস বলেন, তারা নাকি চাঁন রাত দেখতে পান। তারা নাকি আমাদেরকে তাড়িয়ে দেবে, আর কয়েকটা দিন পরেই নাকি তারা আমাদেরকে চলে যেতে হবে। আমি গতকাল টঙ্গীতে বলেছি, আমরা এই অক্টোবরও আছি, আগামী অক্টোবরই থাকব।”

আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকতে চায়, তার জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের উদাহরণও টানেন ক্ষমতাসীন দলের নেতা। তিনি বলেন, “জো বাইডেন বলেছেন, ‘আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে আমেরিকার গণতন্ত্র নষ্ট হবে। আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমার বয়স কোন ব্যাপার না, গণতন্ত্র রক্ষা করার জন্য আমি আবারও ক্ষমতা থাকতে চাই।’

“আমিও (ওবায়দুল কাদের) একইভাবে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।”

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, “এই স্পিরিটটা আমাদের রাখতে হবে। অ্যাকশনের মুখে কর্মকাণ্ড করতে হবে। এখানে জুঁই ফুলে গান গেয়ে লাভ নেই। আমার সামনে এই ২৩ নম্বরে গ্রেনেডে বিস্ফোরণ। তার সামনে দাঁড়িয়ে আমি জুঁই ফুলের গান গাইব? আমাকেও অ্যাকশনে যেতে হবে। যেমন কুকুর তেমন মুগুর, ওই রকম ইশতেহার তৈরি করুন।”

সময়টা ‘কঠিন’ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, "আমরা কঠিন সময় অতিক্রম করতে পারব। কারণ, আমাদের দলের অধিনায়ক সাহসী এবং তার অসীম সাহসের জন্য আমরা উত্তাল সাগর পাড়ি দিতে পারব।

"ইউক্রেন যুদ্ধের প্রভাব সব জায়গায় আছে। আমাদের সময়ের সঙ্গে বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ। ক্ষমতায় থাকতে হলেএই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।"

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নানা বক্তব্য ও পদক্ষেপেরও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে সারা পৃথিবীটা তোলপাড় হয়ে যাচ্ছে, সুদান দুই ভাগ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে প্রতিদিন নারী শিশুর রক্ত স্রোত, আমাদের প্রতিবেশী মিয়ানমারে কী হচ্ছে?

“রোহিঙ্গাদের চাপিয়ে দিয়ে মানবতার জন্য শেখ হাসিনার প্রশংসা করলেন, এখন তো আমাদের সাহায্য কমে যাচ্ছে, ১২ থেকে ৮ ডলারে চলে আসছে, আমরা কীভাবে চালাব তাদেরকে? কীভাবে চলবে এরা? আমরা আমাদের এসব নিয়েই আজকে ভাবছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, পারেন না দুষ্টু ছেলে ইসরাইলকে থামাতে?"

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে তিনি বলেন, “নিষেধাজ্ঞা আমাদের বিষয় না। কারণ আমরা তো ইলেকশন করব। নির্বাচনের বাধা যারা দেবে তারাই তো নিষেধাজ্ঞায় পড়বে। যারা বাধা দেবে তাদের গিয়ে ধরুন, তাদেরকে হুমকি দেন। একেক দিন একেক হুমকি আসে, কি আজব ব্যাপার“”

নির্বাচনকে সামনে রেখে সংক্ষিপ্ত ইশতেহার করার পরামর্শও দেন ওবায়দুল কাদের। বলেন, “বুলেট পয়েন্টে করুন। বিশাল একটা পুস্তক রচনা করার কোন দরকার নেই। এ ধরনের ইশতেহার কেউ পড়বে না। মানুষের সময় ও নেই।

"ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে এখন মাথায় স্মার্ট বাংলাদেশ। স্মার্টনেস কিভাবে আসবে? এর কীভাবে বিকাশ ঘটবে? এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে।"

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)