“ফিলিস্তিনে মানবতার কথা বলা হয় না, এদেশে এসে মানবতার কথা বলা হয়,” বলেন তিনি।
Published : 12 Nov 2023, 10:38 PM
আগামী সংসদ নির্বাচন ভণ্ডুলে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। অবরোধ দেওয়া হচ্ছে, এই অবরোধ বাংলার মানুষ মানে না।”
রোববার দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ আয়োজিত যুব ও তারুণ্যের সমাবেশ তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আজকে আবার নতুন করে বিদেশি বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পড়ে পড়ে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। কারণ সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক বানাতে চায়। ওই দেশগুলোতে যে অবস্থান- এখন সেই রকম একটি অবস্থা এদেশেও তৈরি করতে চায়।
“…আমরা দেখেছি- মানবতা যখন মুখ থুবড়ে পড়েছে ওই ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করার মধ্য দিয়ে। কিন্তু সেখানে মানবতার কথা বলা হয় না। এদেশে এসে মানবতার কথা বলা হয়। কিন্তু ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এটা বাংলাদেশে হতে পারবে না। বাংলাদেশের মানুষ হতে দিবে না।"
আওয়ামী লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, “আমাদের মুক্তিযোদ্ধারা এককালে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ছোবল মারতে চায়। বাংলাদেশকে কলোনিতে পরিণত করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।
“বিরলের মানুষ আজকে প্রমাণ করেছে, যেকোনও সন্ত্রাসী দলের হরতাল-অবরোধে এ এলাকার মানুষ অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।"
সন্ত্রাসী কর্মকাণ্ড করে উন্নয়ন থামানো যাবে না উল্লেখ করে খালিদ বলেন, “আপনারা দেখেছেন, গত আটাশে অক্টোবর ঢাকায় যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, পুলিশ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই।
“আমরাও আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এভাবে আমরা কখনো পুলিশকে হত্যা করি নাই। এভাবে আমরা কখনো প্রধান বিচারপতির বাড়িতে হামলা করি নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি।”
আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিলেও কারও জীবন কাড়েনি মন্তব্য করে তিনি বলেন, “আমাদের অনেক নেতা জীবন দিয়েছে, একুশে অগাস্ট গ্রেনেড হামলা করা হয়েছে, ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়েছে। কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলন কখনো সন্ত্রাসে রূপ নেয় নাই।"
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আজকে যুবকরা-তরুণরা মনে করে, আজকের বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। তারা নিজেদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য নিজেদের তৈরি করছে। আজকে তরুণদের দিয়ে সন্ত্রাস করানো যায় না। তাদের দিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা যায় না।
“আজকে তরুণরা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নিজেদের তৈরি করছে। শেখ হাসিনার কাছে বাংলাদেশ, পথ হারাবে না আমাদের মাতৃভূমি।"
অবকাঠামোগত খাতে দেশের আমূল পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, “এই বাংলাদেশ বদলে গেছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, এই বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রোরেল হয়েছে, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন চলে যাচ্ছে। শুধু বিরলের নয়, সমগ্র বাংলাদেশর যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।"
মোংলা সমুদ্রবন্দরের উন্নয়ন করা হয়েছে উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, “গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। পায়রা বন্দরের কার্যক্রম চালু হয়েছে।
“বাংলাদেশে কয়েকটি নদী বন্দর ছিল, আগামীকালকে সেই সাতক্ষীরা নদীবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে ৪৫টি নদী বন্দর উদ্বোধন হচ্ছে।"
বিরল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকি সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।