তিনি বলেন, “আমরা যখন শুরু করেছিলাম, বাংলাদেশ তখন ছিল দরিদ্র দেশ। এখন হয়ে গেছি মধ্যম আয়ের দেশ।”
Published : 18 Nov 2023, 05:17 PM
গত ১৫ বছর ধরে যে উন্নয়ন হয়েছে, সেই ধারা ধরে রাখতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার দুপুরে ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরে তিনি এ কথা বলেন।
মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের সেরা ১২ যুব সংগঠনকে পুরস্কার দেওয়া হয় এবার।
৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে বাছাই করে ছয়টি শাখায় এই পুরস্কার দেয় আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআইর অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’।
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে জয় বলেন, “আমরা যখন শুরু করেছিলাম, বাংলাদেশ তখন ছিল দরিদ্র দেশ। এখন হয়ে গেছি মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মানুষ ১৫ বছর ধরে দেখেছে দেশ কোথা থেকে কোথায় এসেছে! এই গতি যদি ধরে রাখা যায়, আগামী ১০-১৫ বছরে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।”
আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশ বিএনপি-জামায়াত বলে কোনো দল টিকবে না মন্তব্য করে তিনি বলেন, “তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে মুছে যাবে।”
বিজয়ী ও শীর্ষ বাছাই হওয়া সব সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা শুরু করেছিলাম, তখন ছিল মাত্র কয়েক শ। এখন সাত শর বেশি আবেদন এসেছে।
“আপনারা যেভাবে কাজ করছেন সব জেলায়, যেভাবে ছড়িয়ে যাচ্ছেন, পরিশ্রম করছেন… যে স্বীকৃতি পাচ্ছেন, জাতিসংঘ, ইউনেস্কো সবখানে, তা দেখে খুব গর্ব হয়। বাংলাদেশের তরুণরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে!”
বাংলাদেশের অনেক সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, “আমার গর্ব হয়, আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। আপনারা সমাধানও চিন্তা করছেন। সমাধান বের করছেন, বাস্তবায়নও করছেন। আমি শুরু থেকে বাংলার তরুণদের বলছি, আমরা দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়িয়েছি।”
‘বাংলাদেশের তরুণরা নিজের পায়ে দাঁড়াতে পারে’ উল্লেখ করে তিনি বলেন, “নিজের কর্মসংস্থান আপনারা বের করে নিতে পারেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় যত সমস্যা আছে, দুর্নীতি বলেন, বা অন্য কিছু, এই সমস্যার সমাধানও আপনারা করতে পারেন। শুধু সরকার পারে তা না, আমরা সবাই সব সমস্যা মোকাবিলা করতে পারি।"
তরুণরাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবে জানিয়ে জয় বলেন, "আমাদের যে পাথফাইন্ডার আছে, স্বাধীন বাংলা ফুটবল দল। স্বাধীনতার আগে থেকে আপনারা দেখিয়েছেন, বাংলাদেশের চেতনা, স্বাধীনতার চেতনা। এই তরুণরা আপনাদেরই সন্তান। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আমাদের জুরি যারা পরিশ্রম করেছেন। সংখ্যা বাড়ছে, আপনাদের পরিশ্রম বাড়ছে। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা ও ধন্যবাদ।"
অনুষ্ঠানে সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, “ইয়াং বাংলার সফলতার কারণে মন্ত্রিপরিষদে সব মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।”
তিনি বলেন, “২০১৪ সালে আমাদের প্রতিপাদ্য ছিল, ‘আমার জয় বাংলা কী?’ আমি বলেছিলাম, ‘বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করব।’
“২০২১ সালের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতির পিতার সোনার বাংলার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ঘর আলোকিত করেছি। সেই জয় বাংলা আমরা করেছি।"
আরও পড়ুন