শুক্রবারও ফরম বিক্রি ও জমা চলবে।
Published : 23 Nov 2023, 06:37 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে অংশ নিতে সব মিলিয়ে এক হাজার ৭৩৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বিকালে দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ২০ নভেম্বর ফরম বিক্রি হয়েছে ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং বৃহস্পতিবার ২২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সোমবার বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে মোনাজাতের মধ্য দিয়ে এবারের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ৩০ হাজার টাকা মূল্যের এ ফরম বিক্রির শেষ দিন ছিল বৃহস্পতিবার।
তবে শুক্রবারও ফরম বিক্রি ও জমা চলবে বলে জানিয়েছেন খন্দকার দেলোয়ার জালালী।
তিনি এও জানিয়েছেন, শুক্রবারই বনানীতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। এদিন সকাল ১০টায় রংপুর বিভাগের এবং বিকাল ৩টায় রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে।
পরদিন শনিবার সাক্ষাৎকার নেওয়া হবে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। আর রোববার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সাক্ষাৎকার নেবে জাতীয় পার্টি।
পুরনো খবর: