২৫১ সদস্যের কমিটির বাকি পদগুলো পরবর্তীতে ঘোষণা করা হবে।
Published : 20 Apr 2023, 10:05 PM
সভাপতি-সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি গঠনের ছয় মাস পর কেন্দ্রীয় কমিটির আরও ২০৮ সদস্যের নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দেন।
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদসহ ২৫১ সদস্যের মধ্যে ২১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বিভাগীয় পদসহ বাকি পদ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
২০২২ সালের ৪ সেপ্টেম্বরে এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে ইয়াছিন আলী ১ নম্বর সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
এর ছয় মাস পরও নতুন ২০৮ জনের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি পেল না বিএনপির সহযোগী সংগঠনটি।