গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

এক যুগ আগের স্থগিতাদেশ তুলে নিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2022, 09:54 AM
Updated : 3 Nov 2022, 09:54 AM

ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুদকের মামলার বিচার কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে হাই কোর্ট।

এক যুগ আগে এ মামলা বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

বিচারকাজে স্থগিতাদেশ তুলে নিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। গয়েশ্বরের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “রুল খারিজ হওয়ায় গয়েশ্বর রায়ের বিরুদ্ধে দুদকের এ মামলাটির বিচার কাজ চলতে কোনো বাধা নেই।”

২০০৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর রমনা থানায় গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এ মামলা করে দুদক। সেখানে তার বিরুদ্ধে দুই কোটি ৮৬ লাখ টাকা ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়।

ওই বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন করলে হাই কোর্ট ২০১০ সালে মামলাটির বিচার কাজে স্থগিত করে দেয়।

সেই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে রুলও জারি করে আদালত। এক যুগ পর তা খারিজ হয়ে যাওয়ায় বিচার এগিয়ে নেওয়ার পথ খুললো।