Published : 06 Apr 2024, 04:43 PM
বিএনপি কোনো দিন ক্ষমতায় আসার সুযোপ পেলে গণতন্ত্রের পাশাপাশি দেশটাকেও 'গিলে খাবে' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “শুধু মনে রাখবেন এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশ গিলে খাবে। কাজে এদের ব্যপারে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকবেন সাবধান থাকবেন।”
শনিবার দুপুরে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি মাঠে যুবলীগ আয়োজিত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলছিলেন কাদের।
তিনি বলেন, "বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে, শক্তি যখন কমে যায় মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, শক্তি কমে গেছে আন্দোলনে ব্যর্থ হয়েছে।"
বিএনপি মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন, “প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি প্রত্রিকায় ফখরুলের বক্তব্য। বলে… দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? বাংলাদেশে একটা লোক না খেয়ে মরেছে? কষ্ট আছে, সংকট আছে, কিন্তু ভয়াবহ কোন সংকট এখানে নেই। দুনিয়ার অনেকে দেশের চেয়ে আমরা ভালো আছি। "
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দলের পক্ষ থেকে দেশের কোথাও কোনো ইফতার পার্টি হচ্ছে না বলে জানান কাদের।
তিনি বলেন, “শেখ হাসিনা বলেছেন আমরা কোনো ইফতার পার্টি করবো না, ইফতার গরীবের মধ্যে দিয়ে দিতে, আমরা তাই করছি। আর বিএনপি জামায়াত একসঙ্গে ইফতার পার্টি করছে। আর ভাষণ দেয়, আওয়ামী লীগের গীবত গায়, এই রোজার দিনেও।”
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী বক্তব্য দেন।