জাতীয় নির্বাহী কমিটির দুই সদস্য খন্দকার আহসান হাবিব ও ফখরুল ইসলামকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বুধবার বিকালে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ নামের নতুন একটি জোট গঠনের ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।
দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে বিকালে মালিবাগের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে খন্দকার আহসান হাবিব নতুন জোট ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ গঠনের ঘোষণা দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মনে করি, ১২তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আমরা আগামী নির্বাচনে অংশ নেব। আমার সাথে আরো অনেকে এই নির্বাচনে এই স্বতন্ত্র মঞ্চে অংশ নেবেন।”
নতুন এই জোটে বিএনপির বর্তমান ও সাবেক ১২৫ জন নেতা রয়েছেন বলে দাবি করেন আহসান হাবিব। তবে নেতাদের নামের তালিকা গণমাধ্যমকে দিতে পারেনি।
আহসান হাবিব জানান, তিনি নিজে টাঙ্গাইল-৫, বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য এ কে এম ফখরুল ইসলাম ঝালকাঠি-২, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি স্বপন সরকার রাজবাড়ী-১ এবং ছাত্রদলের সাবেক সহসভাপতি টাঙ্গাইল সা’দত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু টাঙ্গাইল-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে তারা সবাই উপস্থিত ছিলেন।