চুন্নু বলেন, “কে আসল না আসল সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো নির্বাচন ভালোভাবে হলো কি না, বিশ্বাসযোগ্যভাবে হলো কি না।”
Published : 15 Nov 2023, 11:02 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা তিনশ আসনেই ভোট করার প্রস্তুতি নিয়ে রাখছেন। যদি তারা মনে করেন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলেই ভোটে আসবেন। আর ভোটে অংশ নেওয়া বা না নেওয়ার এই সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পর বুধবার রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান রওশন এরশাদ।
এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার দায়িত্ব নির্বাচন কমিশনের জানিয়ে তিনি আশা করেন, কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।
ভোটে আসা নিয়ে জাপার কী চিন্তা
জাতীয় পার্টির মহাসচিব এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তাদের দায়িত্ব। নির্বাচনে কে আসবে না আসবে, তাদের বাধ্যবাধকতা আছে তফসিল ঘোষণা করার। এ বিষয়ে আমাদের কোনো কথা নাই।”
ভোটে অংশগ্রহণ প্রশ্নে জাতীয় পার্টির চিন্তা কী- এই প্রশ্নে চুন্নু বলেন, “আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি যে যাব কি যাব না। আমরা আরও কিছু দিন দেখব পরিবেশটা হয় কি না। …তবে আমরা এককভাবে তিনশ আসনে নির্বাচন করব, এমন প্রস্তুতি নিয়ে রাখছি।“
কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে এবং কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে ভোটাররা আসবে, তারা ভোট দিতে পারবে নির্বিঘ্নে, এই পরিবেশটা এখনও আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।”
যদি বিএনপি নির্বাচনে না আসে, তাহলেও কি জাতীয় পার্টিও কি বর্জন করবে?- এই প্রশ্নে দলটির মহাসচিব বলেন, “আমরা যদি মনে করি নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, মানুষ ভোট দিতে পারবে, তাহলে আমরা নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করব। কে আসল না আসল সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো নির্বাচন ভালোভাবে হলো কি না, বিশ্বাসযোগ্যভাবে হলো কি না। …বিশ্বাসযোগ্য যদি একটা অবস্থা হয়, তাহলে তো কারও না আসার কোনো কারণ নাই।”
এই সিদ্ধান্ত কবে নাগাদ হবে- জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “অফুরন্ত সময় তো নাই, যেহেতু তফসিল দিয়েছে, আমার মনে হয় কয়েক দিনের মধ্যেই একটা সিদ্ধান্ত হতে পারে।”
এখনও সংলাপের আশা
আওয়ামী লীগ সংলাপের সম্ভাবনা নাকচ করলেও এখনও আলোচনা হতে পারে বলে বিশ্বাস করে জাতীয় পার্টি।
তফসিলটা ঐক্যমতের ভিত্তিতে হলে ভালো হতো মন্তব্য করে চুন্নু বলেন, “আমরা মনে করি, এখনও সময় আছে।”
বিএনপির তত্ত্বাবধায়কের দাবি পূরণে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না জানিয়ে তিনি বলেন, “এটা করতে পারবে একমাত্র সরকারি দল। তারা সবাইকে নিয়ে ডাকলে এবং বিএনপিও যদি ছাড় দিয়ে বসে, তাহলে একটা পরিবেশ হবে।… দুই দলই এটা করবে, এটা আমাদের ধারণা, আমরা এটা চাইও।”
সংলাপ নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চুন্নু বলেন, “এটা ওনারা বলতে পারেন। তবে আমি মনে করি জনগণকে কষ্ট না দিয়ে এই যে একটা সংঘাতময় পরিস্থিতি, এটা থেকে উত্তরণ করতে হলে আলোচনা প্রয়োজন।
“রাজনীতিতে চূড়ান্ত বলতে কিছু নাই। ওনারা যদি বিষয়টা পুনর্বিবেচনা করেন তাহলে বিষয়টা দেশের জন্য ভালো হবে।… বিএনপিও দেশ চালিয়েছে। তাদের আন্দোলনের জন্য জনগণ কষ্টে আছে। তারাও আলোচনায় আসতে পারে।”