সড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর শর্তে বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ।
Published : 10 Jan 2023, 07:40 PM
এক মাস আগে নয়া পল্টনে জনসভা করতে না দিলেও এবার সেই স্থানেই অবস্থান কর্মসূচি পালনে বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ।
দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে বুধবার এই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, যান চলাচলে বিঘ্ন ঘটাবে না, এই শর্তে বিএনপিতে অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামা বিএনপি গত ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশ করতে চাইলেও তখন অনুমতি দেয়নি বিএনপি।
এনিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা তৈরি হয়েছিল। নয়া পল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে একজন নিহতও হয়। মহাসচিবসহ বিএনপি কয়েকশ নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছিল।
পরে গোলাপবাগে সেই সমাবেশ করতে হয়েছিল বিএনপিকে। সেই সমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিএনপি। বিভিন্ন দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে বুধবার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
ঢাকার সমাবেশ থেকে বিএনপি দিল ১০ দফা
জোট ভেঙে ‘মুরুব্বি’ হয়ে যুগপৎ আন্দোলনে বিএনপি
এই কর্মসূচি নিয়ে মঙ্গলবার রাতে বেইলি রোডে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, “আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়া পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতি আমরা পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।”
দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান জাহিদ।
ডিএমপির কমিশনার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, “যান চলাচল স্বাভাবিক রেখে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।”
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আসা দলগুলোও এই কর্মসূচি পালন করবে নানা স্থানে। গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানি ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে প্রীতম হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।