রিজভী মনে করছেন এই নাশকতা ঘটানো হয়েছে ‘সুপরিকল্পিতভাবে’।
Published : 13 Dec 2023, 12:23 PM
গাজীপুরে রেললাইন কেটে ফেলায় বগি লাইনচ্যুত এবং হতাহতের ঘটনার জন্য আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর ওপর ‘দোষ চাপানো’ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া ট্রেন দুর্ঘটনার জড়িতদের ‘মানবতার শত্রু’ হিসেবে বর্ণনা করে এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তিনি।
বুধবার গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিবৃতি দিয়েছে হরতাল-অবরোধের মত আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে থাকা দলটি।
যে আন্দোলন কর্মসূচিতে গত দেড় মাসে ২৭০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আর পুড়িয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক কার্যালয় ও সরকারি বিভিন্ন অফিসহ ১৫টি স্থাপনা।
বিবৃতিতে রিজভী বলেন, “ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতির ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এই ঘটনায় ধিক্কার জানাই ও নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু।”
ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোররাত ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
রিজভী বলেন, “আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি।”
বিবৃতিতে রিজভী বলেন, “কয়েকটি গণমাধ্যম ট্রেনের বগিচ্যুতির ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে।”
বিএনপির এই নেতা মনে করছেন এই নাশকতা ঘটানো হয়েছে ‘সুপরিকল্পিতভাবে’।
আরও পড়ুন