এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Published : 06 Dec 2023, 05:04 PM
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করবে আওয়ামী লীগ।
এর আগে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনীর’ দ্রুত বিচারের দাবিতে মানকাধিকার দিবসে বায়তুল মোকাররমে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
তবে অনুমতি না মেলায় কর্মসূচি বদলে সেদিন তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করার ঘোষষণা দেয় ক্ষমতাসীন দলটি।
সেই কর্মসূচিতেও পরিবর্তন এসেছে জানিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করবে আওয়ামী লীগ।”
এর আগে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগ সমাবেশ করছে না জানিয়ে তিনি বলেন, "যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছেন, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে।”