শ্রম আইন লঙ্ঘনের এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় শ্রম আদালত।
Published : 02 Jan 2024, 12:40 AM
নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসকে সাজা প্রদানের ঘটনা সরকারের ‘বন্য প্রতিহিংসার’ বর্হিপ্রকাশ বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার রাতে বিবৃতিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন। তিনি এ সাজা বাতিলের দাবিও জানান।
এ সাজা বিশ্ব দরবারে জাতিকে ‘লজ্জিত ও কলঙ্কিত’ করেছে মন্তব্য করে বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনার ইচ্ছা পূরণে ড. মুহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্ব সমাদৃত মানুষের বিরুদ্ধে হাস্যকর ও সাজানো মামলায় রকেট গতিতে সাজা প্রদান অবৈধ সরকারপ্রধানের বন্য প্রতিহিংসারই বর্হিপ্রকাশ।”
সোমবার শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের শ্রম আদালত।
ইউনূসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে শ্রম আইনের ৩০৩ এর ৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই আইনের ৩০৭ ধারায় তাদের সবাইকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।
গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে।
৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায়ে সাজা হলেও আপাতত জেলে যেতে হচ্ছে না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসসহ চারজনকে। আপিলের শর্তে তাদের ১ মাসের জামিন দিয়েছেন বিচারক।
রাতে বিবৃতিতে বিএনপি নেতা রিজভী বলেন, ‘‘মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতের যে উচ্চাসন তা শেখ হাসিনার আমলে ভুলণ্ঠিত। বিশ্ব দেখলো বাংলাদেশের বিচার ব্যবস্থা দলীয়করণের নগ্নরুপ। এই আমলে বিদ্ব্যজন, গুনীজন ও সন্মান্বিত ব্যক্তিরা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত।
“তার বিরুদ্ধে এই সাজা মানুষকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবিলম্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করে ফরমায়েসী সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছে।”
‘বিশ্ববরণ্যে ব্যক্তিত্বকে’ সাজা প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “তিনবারের প্রধানমন্ত্রী ও সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বর্শবর্তী হয়ে আজ ৬ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। এমনকি দেশে-বিদেশে কীর্তিমান মানুষদেরকেও জুলুম নির্যাতন থেকে রেহাই দিচ্ছে না।”