হাজিরার তারিখে আদালতে না যাওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এ বিএনপি নেত্রীর বিরুদ্ধে।
Published : 20 Feb 2023, 08:22 PM
রাজধানীর শাহবাগ থানার নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
সোমবার তিনি মহানগর হাকিম মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে ৪ ডিসেম্বর শাহবাগ থানার নাশকতার মামলায় নিপুণ রায়ের হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। সেদিন তিনি আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হন।
সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হলে শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করা হয়। পুলিশের ওপর আক্রমণ, ঢিল নিক্ষেপ এবং সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয় সেখানে।