“দেশে শ্রমজীবী মানুষরা শান্তিতে নেই। এখনো তাদের ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই,” বলেন নজরুল ইসলাম খান।
Published : 22 Apr 2025, 07:48 PM
জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবসে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, “আমরা শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব সমর্থন করি।”
যৌথ সভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ১ মে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
নজরুল ইসলাম বলেন, সমাবেশের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি কয়েকবার বসেছে, আলোচনা করেছে। সমাবেশ আয়োজনে কমিটি গঠন করা হয়েছে।
“আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বিএনপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাথে আমরা আলোচনা করেছি।”
তিনি বলেন, সমাবেশ শুরু হবে বেলা ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে ঢাকা ও আশে-পাশের জেলাগুলো থেকে শ্রমিকরা অংশ নেবেন।
ঢাকা ছাড়া সকল বিভাগ মহানগর এবং জেলায় আলাদাভাবে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের অনুষ্ঠান করার স্দ্ধিান্তের কথাও তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নজরুল ইসলাম বলেন, “আমরা আশা করছি, এটা একটা বিশাল সমাবেশ হবে। এই দিন সরকারি ছুটির দিন। এই সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ কম হবে।”
‘শ্রমজীবীরা শান্তিতে নেই’
বিএনপির এই নেতা বলেন, “দেশে শ্রমজীবী মানুষরা শান্তিতে নেই। এখনো তাদের ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই।”
“মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক আট ঘন্টা কাজ… এ দাবির বিজয়ের যে লড়াই ছিল সেই লড়াই ছিল মে দিবস। এই বিজয়লাভ সত্ত্বেরও আজো সব শ্রমিক আট ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না।”
‘শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব সমর্থন করি’
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় ধাপে গঠিত শ্রম বিষয়ক সংস্কার কমিশন সোমবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, “আমরা তাদের প্রস্তাবগুলো সমর্থন করি। তবে আমরা কাছে মনে হয়েছে, এই কমিশন শুধু শ্রমিকদের নিয়ে নয়.. এ কমিশনে মেম্বার সরকার পক্ষের লোক আছে, মালিক পক্ষের লোক আছে, এই কমিশনে স্বতস্ত্র মেম্বার আছে।
“কাজেই তারা সবাই মিলে যে সুপারিশটা করেছে সেখানে শ্রমিকদের সব আকাঙ্খার কথা সংযুক্ত করা যায়নি। কিন্তু যতটুকু করা হয়েছে আমরা তাকে সমর্থন করি।”
শ্রম কমিশনের প্রস্তাবে জাতীয় ন্যূনতম মজুরি এবং খাতভিত্তিক মজুরির নির্ধারিত সময়সীমা যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি।
এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা হয়।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের এম মোয়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, জাসাসের হেলাল খান উপস্থিত ছিলেন।