তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বলা হয়নি।
Published : 02 Feb 2024, 12:28 AM
জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বলা হয়নি।
এতে বলা হয়, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্য্ক্রম পরিচালনা করা যাবে না।
২০১৯ সালের এপ্রিলে অধ্যক্ষ শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক ও অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করে দেয় বিএনপি।
এ আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে তখন বলা হয়েছিল। তবে পরে দীর্ঘ সময়েও সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।