হরতালে গাড়িতে আগুন বেশি ঢাকার বাইরে

১৭টি ঘটনায় আগুন দেওয়া হয়েছে ১৯টি গাড়িতে। এর মধ্যে ঢাকার বাইরের গাড়ি ১৫টি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে বাসের সংখ্যা ১০টি, ট্রাক আছে ছয়টি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 04:48 PM
Updated : 20 Nov 2023, 04:48 PM

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তার প্রতিক্রিয়ায় বিএনপি ও সমমনা দলগুলোর হরতালেও বেশি কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে। 

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রোববার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আগুনের বেশি ঘটনা ঘটেছে ঢাকার বাইরে। আক্রান্ত গাড়ির এক তৃতীয়াংশ আবার ট্রাক। 

দুই দিনে যে ১৯টি গাড়িতে আগুন দেওয়া হয়, তার মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছে চারটি, ঢাকার বাইরে পুড়েছে বাকি ১৫টি।   

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকেই বাসে আগুন দেওয়া শুরু হয়।

সেদিনের সেই সংঘর্ষের পর এখন পর্যন্ত তিনটি কর্মদিবস ছাড়া প্রতিদিনই কেটেছে হরতাল ও অবরোধে। প্রতিটি দিনই আগুন দেওয়া হয়েছে অনেক গাড়িতে। শুরু থেকেই বেশি আগুন দেওয়া হতে থাকে ঢাকায়।

এর মধ্যে গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেদিনও ঢাকায় ছিল অবরোধ। আর নির্বাচনী আনুষ্ঠানিকতায় ঢুকে যাওয়ার পর এর প্রতিবাদে রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি ও সমমনারা। সেদিন ভোর থেকেই শুরু হয় আগুন দেওয়া।

ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা ১৭টি আগুনের খবর পায়। এসব ঘটনায় পুড়ে ১৯টি গাড়ি। 

এই দুই দিনে সবচেয়ে বেশি সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে রাজশাহী বিভাগে, চট্রগ্রাম বিভাগেও ঢাকা মহানগরীর সমান ৪টি গাড়িতে, এছাড়া গাজীপুরে ও ময়মনসিংহ বিভাগে ১টি করে ঘটনা ঘটে। 

এই ১৯টি যানবাহনের মধ্যে ১০টি বাস, ৬টি ট্রাক, একটি করে আছে কাভার্ড ভ্যান ও অটোরিকশা। এছাড়া একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছে। 

এই দুই দিনের আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিটের ১৫৬ জনবল কাজ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গত দুইদিনে আগুনের ঘটনার বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনে, বগুড়ার নন্দীগ্রামে ও টঙ্গীর মিরের বাজারে ট্রাকে, ফেনীর লালপুরে কাভার্ড ভ্যানে, নাটোরের ভবানীগঞ্জে, রাজশাহীর গোদাগাড়িতে, ফেনীর মহিপালে, রাজশাহীর পুঠিয়ায় এবং রাজধানীর ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন দেওয়া হয়। 

সোমবার সিরাজগঞ্জের কামারখন্দ এবং চট্রগ্রামের মিরসরাইতে ট্রাকে, চট্রগ্রামের সাতকানিয়ায় এবং রাজধানীর মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর থেকে এ পর্যন্ত ১৯৫টি আগুনের ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।