কালী পূজার দিন অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
Published : 11 Nov 2023, 11:10 PM
হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কালী পূজার দিন অবরোধ প্রত্যাহারের যে আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছিল, তাতে সাড়া দেয়নি বিএনপি।
তার বদলে দলটি জানিয়েছে, কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান ‘অবরোধ কর্মসূচির আওতামুক্ত’ থাকবে।
শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “৪৮ ঘণ্টার অবরোধে সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি, গণমাধ্যম ও সংবাদপত্রের গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।”
২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। কালী পূজার দিন, অর্থাৎ রোববার সকাল থেকে চতুর্থ দফায় তাদের ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর কথা রয়েছে।
এ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে 'বিজয়া সম্মিলনে' বলেন, “১২ নভেম্বর শ্যামা পূজা ও কালী পূজা হবে। এই পূজা দুর্গা পূজার মত উৎসবমুখর পরিবেশে পালন করা হয়। তাই ওই তারিখে ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।”
এর আগে ২৮ অক্টোবর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের সমাবেশের কর্মসূচি ছিল ঢাকায়। সেদিন প্রবারণা পূর্ণিমার কারণে কোনো রাজনৈতিক কর্মসূচি না রাখার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ। কিন্তু দলগুলো তাতে সাড়া দেয়নি।