জাতীয় পার্টির মহাসচিব জানান, গত রাতে তাকে ফোন করে নিজেরসহ তিন জনের জন্য মনোনয়ন ফরম চেয়েছেন রওশন এরশাদ।
Published : 25 Nov 2023, 04:32 PM
জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই দাবি করে দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের জন্য মনোনয়ন ফরম প্রয়োজনে বাসায় যাওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ হলেও বিভিন্ন কারণে যারা ফরম তুলতে পারেননি, তারা দলীয় চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে ফরম তুলতে পারছেন বলেও জানান তিনি।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীর কার্যালয় মিলনায়তনে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
কেবল রওশনের নিজের জন্য নয়, আরও দুটি ফরম নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এর একটি রওশনপুত্র সাদ এরশাদের জন্য এবং অপরটে কে আর ইসলামের জন্য।
চুন্নু বলেন, “আমাদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ গতকালও আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তিনি, তার পুত্র সাদ এরশাদ এবং ডা. কে আর ইসলাম এর জন্য তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন।
“আজ তার (রওশন এরশাদ) লোক এলে আমরা মনোনয়ন ফরম দিয়ে দেব। বেগম রওশন এরশাদ বললে আমরা তার মনোনয়ন ফরম পাঠিয়ে দেব। প্রয়োজন হলে আমি নিজে গিয়ে পৌঁছে দেব। আমার মনে হচ্ছে, আজ হয়ত মনোনয়নের জন্য লোক পাঠাবেন।”
জাতীয় পার্টিতে রওশন ও দলের চেয়ারম্যান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দুটি বলয় আছে। এদের মধ্যে বিরোধের কথা নানা সময় গণমাধ্যমে উঠে এসেছে।
গত রোববার দলটি যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে, তা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। পরে একদিন সময় বাড়ানো হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত রওশন এরশাদসহ কয়েকজনের নামে ফরম তোলা হয়নি।
রওশনপন্থি একাধিক নেতা দাবি করেছেন, ফরম আনতে যাওয়ার পর তারা দুর্ব্যবহারের শিকার হয়েছেন। এ নিয়ে আবার দলের দুই পক্ষের বিভেদের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
চুন্নু বলেন, “জাতীয় পার্টিতে কোনো দ্বিধা-দ্বন্দ নেই, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।”
তার দল ৩০০ আসনেই লাঙ্গল নিয়ে নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, “যারা দীর্ঘদিন পার্টিতে অবদান রেখেছেন, এলাকায় তার জনপ্রিয়তা, দেশ ও মানুষের প্রতি তার কতটুকু দরদ আছে এসব বিবেচনা করেই আমরা মনোনয়ন চুড়ান্ত করব “
ভোট নিয়ে জাতীয় পার্টির চাওয়া তুলে ধরে চুন্নু বলেন, “আমাদের মনোনয়ন প্রত্যাশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই সাধারণ ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
প্রার্থী বাছাইয়ের প্রথম দিন বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। রোববার ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
২৭ নভেম্বর দলের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার বিষয়ে আশাবাদী বলেও জানান চুন্নু।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।