“আমরা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছেন। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দেওয়া হয়েছে,” বলেন বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।
Published : 28 Nov 2023, 07:52 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ১২১ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে নতুন নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী প্রার্থী তালিকা ঘোষণা করে বলেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপ্রাপ্তদের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।
“নির্বাচনে আমরা ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সেটা হবে আমাদের জোট লিবারেল ইসলামিক জোট থেকে ২০০ আসনে প্রার্থীর মাধ্যমে। আমাদের মার্কা বা প্রতীক হবে একতারা।”
‘একতারা’ প্রতীকে বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের শরিক দলগুলোও নির্বাচন করছে।
গত কয়েকদিন মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএসপি।
বিএসপি প্রধান বলেন, “আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে যারা বিজয়ী হবেন। আমরা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছেন। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দেওয়া হয়েছে।”