সর্বশেষ তারা গত ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করেছে।
Published : 28 Jan 2024, 10:36 AM
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে শুক্রবার সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি; তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও একই কর্মসূচি পালন করবে।
বিকাল ৩ টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। বিকাল ৪টায় গণতন্ত্র মঞ্চ পল্টনে মোড়, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে নটরডেম কলেজের কাছে, এলডিপি কারওয়ান বাজারের কাছে দলীয় কার্যালয়ে, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোডে দলীয় কার্যালয়ে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), এনডিএম মালিবাগে এবং সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য পল্টনে মোড়ে সমাবেশ করবে। সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি নয়া পল্টনে দলের কার্যালয়ে সমাবেশ করবে।
গত ১২ জুলাই এক দফা্ আন্দোলনের ঘোষণার পর থেকে এই পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ তারা গত ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করেছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)