অন্য রাজনৈতিক দলগুলোকেও একই পথ ধরতে বলছেন গণঅধিকার পরিষদের একাংশের নেতা।
Published : 11 Aug 2023, 07:04 PM
গণঅধিকার পরিষদ সভা-সমাবেশ করার জন্য এখন থেকে আর পুলিশের অনুমতি নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার বিকালে ঢাকার পল্টনে কালভার্ট রোড জামান টাওয়ারের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরুল হক নুরের ওপর হামলা ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
নুরুল হক নুর বলেন, “গণঅধিকার পরিষদ এতদিন সমাবেশ করার আগে পুলিশের সহযোগিতায় চেয়ে আবেদন করত, কিন্তু গতকাল (বৃহস্পতিবার) পুলিশ বলেছে, সহযোগিতা নয়, অনুমতি লিখতে হবে এবং পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে।
“আমি অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই। গণঅধিকার পরিষদ সমাবেশ করতে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেবে না। আপনারাও অনুমতি নেবেন না।"
সভা সমাবেশ করা যে জনগণের অধিকার, সে কথা তুলে ধরে বলেন নুর বলেন, “সরকার ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় গেলেও এদেশের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। তখন দেশে কম্বোডিয়া ও উত্তর কোরিয়ার মত অবস্থা তৈরি হবে।”
নিজের নিন্ম মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসার কথা তুলে ধরে নুর বলেন, “চাকরি করব এই আশা নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলাম। কিন্তু দেখলাম মানুষের অধিকার আদায় করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছে।”
গত ২ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে হামলার মুখে পড়েন ডাকসুর সাবেক ভিপি নুর। হামলা যে হতে পারে, সে কথা আগেই জানতেন বলে শুক্রবার দাবি করেন তিনি।
“সে দিন আগেই জেনেছি যে, ছাত্রলীগ হকিস্টিক নিয়ে ঢাবি ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। কিন্তু আমি ভয় পাইনি; ক্যাম্পাসে গিয়েছি। হামলা করার পর আমি কী দমে গিয়েছি? যাইনি। রাজপথে আছি, থাকব এবং আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার।”
২ অগাস্ট গ্রেপ্তার হওয়া ইয়ামিন মোল্লার মুক্তি এবং নুরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে।
সমাবেশে শেষে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।