বুধবার সন্ধ্যার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
Published : 15 Nov 2023, 08:09 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাতে তফসিল ঘোষণা হবে, এমন খবরে বুধবার সন্ধ্যার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে জিপিও মোড় হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিওয়ে আনন্দ মিছিল করে আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সাংসদ তামান্না নুসরাত বুবলীসহ মহানগরের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া তাৎক্ষণিকভাবে বাংলামটর এলাকায় ঢাকা দক্ষিণ ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিল শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। আমরা আশা করি ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ৭ জানুয়ারী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ বিপুল সংখক আসন নিয়ে সরকার গঠন করবে।”
নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারায় থাকবে বলে জানান তিনি।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে ৭ জানুয়ারি।