Published : 22 Dec 2023, 04:04 PM
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনে দেশের প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
ভোট আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন জোটের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে সরকারবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে।
জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ বলেন, "আমরা নির্বাচন বর্জনের কথা বলছি, আমরা রুখে দাঁড়ানোর কথা বলছি। জনগণ নিশ্চয় তা প্রতিহত করবেন। আমরা প্রচারাভিযানে আছি, মিছিল-মিটিংয়ে থাকব। আমরা জনগণের কাছে আহ্বান জানাই যে, আপনারা প্রত্যেক পাড়া-মহল্লায় ভোট বর্জনের জন্য ঐক্যবদ্ধ হোন। আমাদের বিশ্বাস দেশবাসী আমাদের সাথে আছে, তারা এই নির্বাচন বর্জন করবেন।”
জনগণকে চাপ দিয়ে ভোটদানে বাধ্য করা হলে সেই 'অপতৎপরতার' বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জাহিদ।
তিনি বলেন, "আগামী ৭ তারিখের নির্বাচন যদি বাতিল না করা হয় এবং সংসদ ভেঙে না দেওয়া হয় এবং স্বেচ্ছায় উনি (শেখ হাসিনা) যদি পদত্যাগ না করেন, কোনো রাজনৈতিক সমঝোতার পরিস্থিতি তৈরি না করে, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। "
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের প্রচারাভিযান সারা দেশে শুরু হবে এবং ৭ তারিখে যাতে জনগণ ভোটে না যায় তার জন্যে যা যা করার বামপন্থিরা করবে।”
ভোট আয়োজনের ক্ষেত্রে সংবিধানের দোহাই না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
“নির্বাচনী আয়োজন বন্ধ করে নতুন নির্বাচন আয়োজন করুন। এ লক্ষ্যে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন….রাজপথে নেমে আসুন। এই নির্বাচন বর্জন করুন, রুখে দাঁড়ান।”
যানবাহনে অগ্নি নাশকতার কোনো তদন্ত হচ্ছে না অভিযোগ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, সরকার এ কাজে 'দায়সারা' কাজ করছে।
"আজকে পর্যন্ত একটি নাশকতা ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়নি এবং কোনোটার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি,” বলেন তিনি।
সমাবেশে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি আব্দুস সাত্তারসহ বাম জোটের নেতৃরা উপস্থিত ছিলেন।