রওশনের নেতৃত্বে শনিবার যে ৮৩ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে, তাতে জি এম কাদেরের কমিটির নেতাদেরও নাম আছে।
Published : 21 Apr 2024, 08:23 PM
জাতীয় পার্টিকে ‘আরও গতিশীল’ করার লক্ষ্য নিয়ে বর্ধিত সভা ডেকেছেন চেয়ারম্যান জি এম কাদের।
রওশন এরশাদপন্থিদের আংশিক কমিটি ঘোষণার মধ্যে আগামী ২৭ এপ্রিল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছে।
সেদিন সকাল ১০ টায় কেন্দ্রীয় ও দেশের সব জেলার নেতাদের নিয়ে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন জি এম কাদেরের নেতৃত্বে কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জিএম কাদেরের নেতৃত্বে কমিটিতে থাকা বেশ কয়েকজন নেতার নাম রওশনের নেতৃত্বে কমিটিতে উঠেছে। এর পর পাল্টা এই পদক্ষেপ নিলেন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর বারবার ভাঙতে থাকা জাতীয় পার্টি সবশেষ ব্র্যাকেটবন্দি হয়েছে এরশাদপত্নী রওশনের নেতৃত্বে।
২৮ জানুয়ারি রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণার পর ৯ মার্চ হয় জাতীয় সম্মেলন। সেই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় ১৭ জন প্রেসিডিয়ামসহ মোট ৮৩ জনের আংশিক তালিকা ঘোষণা করা হয়।
পরদিন রোববার মুজিবুল হক চুন্নু বলেন, “দলকে গতিশীল করা ও দলকে এগিয়ে নেওয়া এবং বর্তমানে দেশের রাজনীতির সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীতে দলকে কীভাবে আরো গোছানো যায় সেসব চিন্তা থেকেই এই বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।”
রওশনপন্থিদের কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাদের বিষয়ে কোনো মতামত নেই আমার। নো কমেন্ট।”