“আহতরা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারাচ্ছে—আমরা দ্রুত তাদের চিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি।”
Published : 05 Oct 2024, 08:41 PM
জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের নিয়ে ‘রাজনীতি’ করার অভিযোগ এনেছেন ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, “শহীদদের টাকার বিনিময়ে কোরবানির পশুর হাটের ন্যায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কেনাবেচার হাট বসাচ্ছে।”
শনিবার শাহবাগে নাগরিক কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, “যেসব রাজনীতিবিদ এ ধরনের ন্যক্কারজনক কাজ করছেন, তাদের আমরা ধিক্কার জানাই। একটা কথাই বলতে চাই—শহীদদের নিয়ে রাজনীতি করবেন না।”
অন্তর্বর্তী সরকারের ২ মাসেও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন না হওয়া, আহতরা চিকিৎসা নিশ্চিত করতে না পারার সমালোচনাও করা হয় এই সমাবেশ।
নাসীরুদ্দিন বলেন, “আহতরা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারাচ্ছে—আমরা দ্রুত তাদের চিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি।”
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে সরকারের কোনো তৎপরতা দেখতে না পওয়ার কথাও বলা হয় সমাবেশে।
নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, “সাধারণ মানুষের পেটে লাথি মেরে যেসব ‘সিন্ডিকেট’ এখনও সক্রিয়, অতি দ্রুত সেসব ‘সিন্ডিকেট’ ভেঙে দিতে হবে।
“জনদুর্ভোগ থেকে জনগণকে লাঘব দিতে হবে। পুলিশ বাহিনী এখনও সক্রিয় না, আমাদের সামরিক বাহিনীকে মাঠে মোতায়েন করা হয়েছে। পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে আর্মিকে দ্রুত ব্যারেকে ফিরিয়ে নেওয়ার নিতে হবে।”
সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে শক্তিশালী পুলিশ বাহিনী গঠন করার দাবিও জানানো হয় সমাবেশে।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “গণ অভ্যুত্থানের সরকার কোনোভাবেই ভারতের সাথে ‘নতজানু’ নীতিতে থাকতে পারে না৷ এই সরকারকে দিল্লীর সাথে ‘চোখে চোখ রেখে’ কথা বলার সাহস রাখতে হবে৷”
আন্দোলনকারীদের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে তাদের সবার বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সদস্য সানজিদা তুলি বলেন, “আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল, এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগ ব্যবস্থা করা। আমরা দেখতে পাচ্ছি একটা আইসিটি ট্রাইবুনাল, যেটা সংগঠিতও নয়, সেখানে কোনো বিচারপতি নিযুক্ত করা হয়নি, কোন গণতদন্ত কমিটি গঠন করা হয়নি।…বিচার ব্যবস্থা কেন এত মন্থর?”
সমাবেশে সরকার পতন আন্দোলনে প্রাণ হারানো মমিনুল ইসলাম হৃদয়ের বাবা সাইফুল ইসলাম, খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসানও বক্তব্য রাখেন।