এক বছর আগে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই তিনি শীর্ষ নেতৃত্বে আসেন।
Published : 17 Oct 2024, 04:58 PM
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে বনানী ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া।
তিনি বেলা সাড়ে তিনটায় বলেন, “তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।”
শমসের মবিন চৌধুরীকে আটকের কারণ তিনি জানাতে পারেননি।
বুধবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি স্ত্রীসহ থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফেরত আসেন।
অবসরপ্রাপ্ত কূটনীতিক শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে ২০১৮ সালে বিকল্প ধারায় যোগ দিয়েছিলেন। শুরুতে সক্রিয় থাকলেও পরে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।
গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই তিনি শীর্ষ নেতৃত্বে আসেন।