‘লাইফ সাপোর্টে’ পঙ্কজ ভাট্টাচার্যের অবস্থার উন্নতি নেই

ডা. লেলিন চৌধুরী বলেন, “গতকাল সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2023, 08:02 AM
Updated : 23 April 2023, 08:02 AM

ঢাকার একটি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ থাকা ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি।

রোববার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জানিয়েছেন, প্রবীণ এই রাজনীতিক নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে পান্থপথের ‘হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালে ভর্তি আছেন।

এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় শনিবার।

“গতকাল আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়ার পর যে অবস্থা ছিল সেরকমই আছে। অক্সিজেন লেভেলসহ বিভিন্ন প্যারামিটারগুলো ওঠানামা করছে।“

হাসপাতালের চিকিৎসক ডা. লেলিন চৌধুরী বলেন, “গতকাল সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

চিকিৎসক অধ্যাপক কামরুল হুদার তত্ত্বাবধানে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সালেহ আহমেদ।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতি দিয়ে পঙ্কজ ভট্টচার্যের রোগমুক্তিতে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

এ বর্ষীয়ান রাজনীতিকের খবর জানতে হাসপাতালে ভিড় না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

বামপন্থি আর্দেশে বিশ্বাসী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যে বয়স ৮৪ বছর। ১৯৩৯ সালের অগাস্টে তার জন্ম। ছাত্রজীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে।