“শ্রমজীবী মেহনতি মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠেছে,” বলেন তিনি।
Published : 28 Jan 2024, 11:35 AM
বাজার সিন্ডিকেটের সঙ্গে ক্ষমতাসীনদের আঁতাতের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ‘‘মানুষের পেটে আগুন, মার্কেট ও বাজারে আগুন। শ্রমজীবী মেহনতি মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। গোটা বাজার ব্যবস্থায় নৈরাজ্য চলছে।
‘‘সরকারের সাথে মুনাফাখোর সিন্ডিকেট, বাজার সিন্ডিকেটের অশুভ আঁতাত ও যোগসাজশের কারণেই বাজার পুরোপরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বেড়েই চলেছে।”
এ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে জনগণকে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সাইফুল।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত শেষে সচিবালয় অভিমুখে মিছিল শুরু হয়। মিছিলটি জিরো পয়েন্টের কাছে এসে পুলিশ ব্যারিকেডের সামনে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের উত্তেজনা ও ঠেলাঠেলি হয়। প্রায় ৪৫ মিনিট বিক্ষোভের পর কর্মসূচির সমাপ্তি টানা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের সাথে ধস্তাধস্তিতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)