স্ত্রীকে হারালেন জমিরউদ্দিন সরকার

বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে নূর আকতার সরকারের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 12:08 PM
Updated : 2 May 2023, 12:08 PM

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের স্ত্রী নূর আকতার সরকার মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

নূর আকতারের বয়স হয়েছিল ৮২ বছর। স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর আকতার বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ধানমণ্ডির তাকওয়া মসজিদে নূর আকতারের জানাজা হবে। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান দিনাজপুরে। বুধবার পঞ্চগড়ের ভবনপুরে শ্বশুরবাড়িতে নেওয়া হবে নূর আকতারের লাশ। সেখানে জানাজার পর দিনাজপুরে লাশ ফিরিয়ে এনে বাবা-মায়ের পাশে দাফন করা হবে নূর আকতারকে।

নূর আকতারের মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুটে যান জমিরউদ্দিন সরকারের বাসায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরাও ব্যারিস্টার জমিরউদ্দিনের বাড়িতে উপস্থিত হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের স্ত্রীর মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।