ইউরিন ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে আনিসুল হককে হাসপাতালে ভর্তি করা হয়।
Published : 26 May 2024, 05:32 PM
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক বার্তায় জানিয়েছেন, রোববার বেলা ১১টায় আইমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়পত্র পান, এর পরে তিনি গুলশানের বাসায় ফেরেন।
রেজাউল করিম বলেন, “আইনমন্ত্রী বর্তমানে সুস্থ হলেও তার শারীরিক দুর্বলতা রয়েছে। আগামী তিন থেকে চার দিন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”
ইউরিন ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে আনিসুল হককে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জনসংযোগ কর্মকর্তা জানান, এই কদিন যারা স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আনিসুল হক।