রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বলেন আমীর খসরু।
Published : 24 Nov 2024, 06:54 PM
রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কসহ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবে বিএনপি।
রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাক্ষাতের সময় এ নিয়ে আলোচনা হওয়ার কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিন বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এক ঘণ্টাব্যাপী এ সাক্ষাতের সময়ে আমীর খসরুর পাশাপাশি দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু বলেন, রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার দুই সপ্তাহের মধ্যে ঢাকায় এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান। তার আগে কোনো বিদেশি আসেন নাই। সেজন্য রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে দেশটির আলাদা একটা প্রতিশ্রুতি আছে।
কক্সবাজারে হাসপাতালসহ আরও কিছু ক্ষেত্রে তুরস্ক কাজ করছে তুলে ধরে খসরু বলেন, “এ সমস্যা সমাধানে আমরা সবাই আন্তর্জাতিকভাবে কাজ করব।”