মিয়া মশিউজ্জামান বলেন, আমজনতার দলের মূলনীতি তিনটি। এগুলো হচ্ছে- সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন।
Published : 28 Jan 2025, 04:22 PM
আগ্রাসনবিরোধী লড়াই সুসংহত করতে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশের নাম বদলে ‘আমজনতার দল’ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন নামে দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন দলটির আহ্বায়ক মশিউজ্জামান।
২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে নিজেদের দ্বন্দ্বে দলটি দুই ভাগ হয়ে যায়।
২০২৩ সালের ডিসেম্বরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে যান রেজা কিবরিয়া।
গণঅধিকার পরিষদের একটি অংশের নেতৃত্বে আছেন নুরুল হক নুর ও রাশেদ খান। অপর অংশটি চলছিল মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বে। তবে পরে ফারুক হাসান দলের সঙ্গে নেই বলে জানিয়েছেন এ অংশের দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ।
নূরের গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনেরও নিবন্ধনে পেয়েছে।
নতুন নামে আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে মিয়া মশিউজ্জামান বলেন, “এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণেরর সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।”
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যায় আমজনতা দলের আহ্বায়ক বলেন, “গণঅধিকার পরিষদ বেশকিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০২৩ সালের ২০ জুন। দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল।
“আগ্রাসনবিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণঅধিকার পরিষদের পরিবর্তন করে ‘আমজনতা দল’ নামকরণ করছি। আজ থেকে আমার মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।”
মিয়া মশিউজ্জামান বলেন, আমজনতার দলের মূলনীতি তিনটি। এগুলো হচ্ছে- সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি’।