আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি তারা চান না।
Published : 24 Aug 2022, 05:29 PM
আগামী জাতীয় নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন এ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “এ দাবি আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সংলাপে করেছি। তখন আমরা বলেছি যে, আধুনিক টেকনোলজি ব্যবহার করা সঙ্গত।
“কারচুপির নির্বাচন, জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। তখন তারা কিছু কিছু চালু করেছে। এবারও আমরা ৩০০ আসনে ইভিএমে ভোট চেয়েছি।”
বুধবার ২১ অগাস্টের গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, “যারা ইভিএমে ভয় পায়, জনগণের ভোট নিরপেক্ষ হোক তারা চায় কি না, তা জানি না। আজকে আমরা আমাদের দাবি করেছি, নির্বাচন কমিশন অর্ধেক করতে সম্মত হয়েছে।
“আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা দাবি করেছি, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।”
মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে মোট সংখ্যার অর্ধেক আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়।
সংসদে মোট সাধারণ আসন রয়েছে ৩০০টি। অর্ধেক আসনে ইভিএমে ভোটগ্রহণ মানে ১৫০টি আসনে যন্ত্রে ভোটগ্রহণ হবে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়েছিল।
২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলায় আহত হওয়ার পর ২৪ অগাস্ট হাসপাতালে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান।
বনানীর কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার ঘটনাও স্মরণ করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, “পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে নির্বাচনে হারানো যাবে না, এটা নিশ্চিত হয়েই হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। ষড়যন্ত্রের মাধ্যমে পনেরই অগাস্ট সপরিবারে নিঃশ্চিহ্ন করে দেওয়ার জন্যই ওই হত্যাকাণ্ড।
“হত্যা ষড়যন্ত্রের এই রাজনীতির ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ অগাস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তৎকালীন বিরোধীদলের নেতা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা। এতে আইভী রহমানসহ ২৩ জন নিহত হন।”
কাদের বলেন, “আইভী রহমানকে বললেও তিনি মঞ্চে বসতেন না, তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশের সামনে বসে থাকতেন। আজকে আমরা তার কবরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন আইভী রহমানের সমাধিতে।