সকাল ১০টায় রায়েরবাজারে অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করবেন তারা।
Published : 03 Mar 2025, 09:33 PM
মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।
“শ্রদ্ধা নিবেদন শেষে তারা রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।”
এসব কর্মসূচিতে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত শুক্রবার বিকালে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’।
পুরোনো খবর
এনসিপির আত্মপ্রকাশ: আলোচনায় ওরা ১১ জন