এজাহারে স্বপন ভট্টাচার্য্যের চেয়ে তার স্ত্রীর ‘আয়বহির্ভূত’ সম্পদই বেশি দেখিয়েছে দুদক।
Published : 24 Dec 2024, 09:12 PM
‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টচার্য্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এজাহারে স্বপন ভট্টাচার্য্যের চেয়ে তার স্ত্রীর ‘আয়বহির্ভূত’ সম্পদই বেশি দেখিয়েছে দুদক। তাদের ব্যাংক হিসাবেও রয়েছে বিপুল লেনদেন, যাকে ‘অস্বাভাবিক’ এবং ‘অর্থবিত্তের উৎস আড়াল করতে’ স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ সংস্থাটির।
যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গড়েছেন। আর ‘তার আয়ে’ স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্য একইভাবে ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদের মালিক হয়েছেন।
অপরদিকে স্বপনের নিজ নামের ১৯টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকা। উত্তোলন করেছেন ৪০ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ৫৯৪ টাকা।
তার স্ত্রী তন্দ্রা নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকা জমা হয়েছে। সেখান থেকে ৭ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ৬৪৯ টাকা উত্তোলন করেছেন ‘অবৈধ উৎস গোপন বা আড়াল’ করতে।
একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন। দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
সাবেক এমপি মনসুরের বিরুদ্ধেও দুদকের মামলা
‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মো. মনসুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক।
দুদকের সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীতে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন এ মামলা করেন। মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে এজাহারে।
সেখানে বলা হয়, মনসুরের নিজ নামে তিনটি ব্যাংক হিসাবে ২৭টি জমা ভাউচারের মাধ্যমে ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১০ লাখ বা তার বেশি টাকা করে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা হয়েছে। পরে সেগুলো তিনি সেই টাকা উত্তোলন করেন।