সোমবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ দেবে ছাত্র অধিকার পরিষদ।
Published : 03 Nov 2024, 04:25 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সংসদে বসতে চায় কি না, সেই প্রশ্ন রেখেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা' ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না।
"আপনারা বৃহৎ রাজনৈতিক দল। আপনারা যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে বসতে চান? জনগণ আপনাদের সুস্পষ্ট অবস্থান জানতে চায়।"
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র অধিকার পরিষদ।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চারটি নির্বাচন করা জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদেরও নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে বিন ইয়ামিন মোল্লার দল।
এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমি আমার কথা বহু আগেই স্পষ্ট করেছি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে।”
এর প্রতিক্রিয়ায় রোববারের সংবাদ সম্মেলনে ইয়ামিন বলেন, "টিএসসিতে শত শত শহীদ-আহত পরিবারের লোকজন এসে বিচারের দাবি জানাচ্ছে, তারা আওয়ামী লীগ ও তার দোসরদের পুনরুত্থান আর চান না। যারা গুম, খুন হত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হবে। জাতীয় পার্টিকে রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি।"
দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সবচেয়ে ‘দুর্বল বিরোধী দল’ হিসেবে বর্ণনা করে ইয়ামিন বলেন, “এদের নির্বাচনে এনে নিজেদের বিজয় সুনিশ্চিত করার জন্য বিএনপি কোনো খেলা খেলতে চাচ্ছে কী না তা বিএনপির কাছে প্রশ্ন রইল।”
জাতীয় পার্টি ‘ইনিয়ে বিনিয়ে’ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে ‘কাজ করছে’ বলেও মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের এই নেতা।
তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘ব্যর্থ হয়েছে’।
ছাত্রলীগের মত আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ইয়ামিন।
তিনি বলেন, "সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐক্যমতে সরকার বিপ্লবী সরকার গঠন করতে হবে।“
এ সময় ছাত্র অধিকার পরিষদের নতুন কর্মসূচিও ঘোষণা করেন ইয়ামিন।
তিনি বলেন সোমবার দুপুর ২টায় দলের পক্ষ থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ দেওয়া হবে।
“সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের ‘প্রতীকী ফাঁসি’ দেওয়া হবে।"
দুটি দাবি তুলে ধরে ইয়ামিন বলেন, "আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। এছাড়া আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।"