Published : 23 Dec 2018, 06:39 PM
রোববার পীরগঞ্জে শিরীন শারমিনের নির্বাচনী এলাকার জনসভার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা জানেন, জাতীয় সংসদে স্পিকারের পদ হচ্ছে সর্বোচ্চ পদ। রাষ্ট্রপতি পদের পরেই হচ্ছে স্পিকার, তারপরে হলো প্রধানমন্ত্রী।
“কাজেই আপনাদের সৌভাগ্য আরো বড় একজন আপনাদের হাতে তুলে দিয়েছি। তাকে নির্বাচিত করতে পারলে আগামীতে তাকে আবারও স্পিকার হিসাবে নির্বাচিত করতে পারব।”
২০১৪ সালের নির্বাচনে রংপুর-৬ আসনটি শিরীন শারমিনকে ছেড়ে দেন শেখ হাসিনা। উপ-নির্বাচনে সেখান থেকে নির্বাচিত হয়ে স্পিকারের দায়িত্ব পান তিনি।
জনসভায় শিরীন শারমিনকে আওয়ামী লীগের প্রার্থী করার পেছনের যুক্তিও এলাকাবাসীর কাছে তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমি আমার মেয়ে শিরীন শারমিনকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আজকেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম।
“কারণ আমি ভোট করলে আরেকবার নির্বাচন করতে হবে। তাই আমি চাই একবারই নির্বাচন হোক। আপনারা শিরীন শারমিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমি আপনাদের এমপি হিসাবে আপনাদের সেবা করে যাব। আমার প্রতিনিধি হিসাবে শিরীন আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করে যাবে।”
প্রধানমন্ত্রীর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা হোসেন পুতুল পীরগঞ্জের উন্নয়ন কাজে শিরীন শারমিনকে সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন। ভোট আমাকেই দেবেন, কিন্তু ব্যালটে শিরীন শারমিনের নামই থাকবে। তাকে নৌকায় ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া।”
ভোটারদের উদ্দেশে বলেন, “তিনি যেভাবে আন্তরিকতার সঙ্গে পীরগঞ্জে থেকে কাজ করে যাচ্ছে, আমার পক্ষে সেটা করা সম্ভব হত না। তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”