বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে সাবেক দলের মতের সঙ্গে নিজের মতের মিল না হওয়ায় দল বদল করেছেন।
Published : 21 Dec 2018, 09:10 PM
শুক্রবার সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর এক সভায় যোগ দিয়ে তিনি বলেছেন, “বিএনপির নৈতিকতা ও আদর্শের সাথে আমার মতের পার্থক্য দেখা দেওয়ায় আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বিএনপির বর্তমান কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন। তার আগে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উপরে বইও রয়েছে তার।
গত বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী।
শুক্রবার দুপুরে সিলেট পৌঁছে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেনের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগ নেতারা।
সিলেট শহর ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেটের এই আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন ইনাম। প্রাথমিক মনোনয়নের তালিকায় থাকলেও চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। এখানে ধানের শীষের প্রার্থী করা হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে।
দুপুরে আওয়ামী লীগ প্রার্থীর এক সভায় যোগ দেওয়ার পর সন্ধ্যায় আবার সিলেটের হাফিজ কমপ্লেক্সে আব্দুল মোমেনের সঙ্গে পেশাজীবীদের মতবিনিময়ে গিয়ে নৌকার পক্ষে ভোট চান ইনাম আহমেদ চৌধুরী।
“আমার যে অভিজ্ঞতা ও পারদর্শিতা রয়েছে, তা আমি কাজে লাগাতে চাই। আমার যে আদর্শিক অবস্থান সেটাও আমি প্রমাণ করতে চাই। এজন্যে আমি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিলাম।”
অর্থনীতির ছাত্র ইনাম পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন। বাংলাদেশ আমলে সচিবের দায়িত্বও পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও তার রয়েছে।
অবসরে থাকা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
সম্প্রতি কিছু বিষয়ে তার প্রতি বিএনপি নেতৃত্বের আচরণে ‘ধাক্কা খেয়েছেন’ বলে জানান ইনাম আহমেদ চৌধুরী।
তিনি বলেন, “আমার কাছে অনেক দিন ধরেই মনে হয়েছে যে, আমার যে মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি তা এখানে উপযুক্ত স্থান পাচ্ছে কি না। আমি বিশ্বাস করি, দেশের রাজনৈতিক আবহাওয়টা সাংঘর্ষিক থাকবে না, এখানে সহনশীলতা-সৌহার্দ্য থাকবে, সহমর্মিতা থাকবে।”
দেশে যে উন্নয়নের ধারা রয়েছে সেটাকে আরো ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান ইনাম আহমদ চৌধুরী।
মতনিবিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মোমেন ছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।