বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেনও তার সঙ্গে ছিলেন।
Published : 01 Apr 2025, 12:13 AM
বিএনপি চেয়ারপারসন খালেদা দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার রাত ৯টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সমবেত দলের বিভিন্ন স্তরের নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বড় পর্দায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও।
তারেক রহমানও দলের নেতাদের ঈদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বব চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মনি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নাজমুল হক নান্নু, আবদুল কাইয়ুম, আফরোজা খান রীতা, এনামুল হক চৌধুরী, আবদুল হাই শিকদার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মামুন আহমেদ, জহিরুল ইসলাম, সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, সৈয়দ আলমগীর, এসএম ফজলুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন সেখানে।
এছাড়া খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকীও ছিলেন এই শুভেচ্ছা অনুষ্ঠানে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দের পক্ষ থেকে দলের চেয়ারপারসনকে ঈদ মোবারক জানান। পরে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কারাগার থেকে শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। এর পরে গুলশানের বাসা ‘ফিরেোজায়’ দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
ক্ষমতার পালাবদলের পর বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়। এরপর ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি।
রোববার লন্ডনে ছেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন খালেদা জিয়া।