যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদও শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
Published : 28 Jul 2023, 09:04 PM
সরকার হটানোর এক দফা আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাদের ‘ফাইনাল খেলা’ এবার শুরু হয়েছে।
শুক্রবার ঢাকার পল্টনে জামান টাওয়ারের সামনে গণঅধিকার পরিষদের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন নুর।
তিনি বলেন, “আগামীকাল সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে ঢাকাকে অবরুদ্ধ করার জন্য প্রবেশ মুখে গণঅধিকার পরিষদসহ সমস্ত বিরোধী দলের অবস্থান কর্মসূচি পালিত হবে।"
বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে আলাদা আলাদা সমাবেশ করে শনিবারের জন্য এই একই কর্মসূচি দিয়েছে।
নুর বলেন, “‘খেলা হবে’- এতোদিন কাদের সাহেব বলেছেন, শামীম ওসমানরা বলেছেন, আজকে আমরা বাঁশি দিয়ে দিলাম- ফাইনাল খেলা শুরু হয়েছে। সুতরাং এখন আর কোনো নির্দিষ্ট মাঠে, নির্দিষ্ট দলে নয়, পুরো মাঠ ধরে খেলতে হবে।
“তাই আপনারা সবাই সর্বাত্মক প্রস্তুতি নিন। কোনো খেলায় অন্যায়ভাবে যদি আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে, আপনারা ঘেরাও করবেন। একজন সহযোদ্ধাকে গ্রেপ্তার হতে দেবেন না।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এই ভিপি বলেন, “জামায়াতসহ সমস্ত বিরোধী দলের নেতাকর্মী ভাই-বোনদের বলব গত ১৪ বছরে রাজপথে এমন কোনো মানুষ নেই যারা এই বাকশালীদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হননি।
“এদের যদি পতন আমরা না ঘটাতে পারি, সরকার ভিন্ন মতের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাবে। ইতোমধ্যে আলামত দেখেছেন। চরমোনাই পীরসাহবকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় “
তিনি বলেন, “এই আন্দোলনে যারা আহত, নিহত হবে, প্রত্যেকের দায়ভার, ক্ষতিপূরণ বিএনপিসহ আমরা বিরোধী দল দেব।”
রেজা কিবরিয়ার গণপরিষদও
বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সমন্বয় করে সরকার পতনে আন্দোলনরত ৩৭টি বিরোধীদলের সঙ্গে রাজপথে থাকার ঘোষণা এসেছে গণঅধিকার পরিষদের আরেক অংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।
শুক্রবার প্রেস ক্লাবে দলের এক সমাবেশে তিনি বলেন, "বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যন্ত বিএনপিসহ ৩৭টি বিরোধীদলের সঙ্গে আছি এবং থাকব।
“সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সমন্বয় করে এই আন্দোলন পরিচালনা করতে হবে।"
রেজা কিবরিয়া বলেন, “বিএনপির সরকার পতনের আন্দোলন দমানোর জন্য সরকার মিথ্যা মামলার পথ বেছে নিয়েছে। বিএনপির সকল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”
রেজা কিবরিয়া বলেন, “শেখ হাসিনার সরকার অবৈধ ও ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দিইনি। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করছি, তারা তুলনামূলক ভালো।
“এ সরকারের পতনের আগ পর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না। আমরা দেশের ও দেশের সেনাবাহিনীর পক্ষের দল হিসেবে সোচ্চার ভূমিকা রাখব।”