সিয়ামের বাবা সৈয়দ আবেদ আলী জীবন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। তাদের দুজনসহ মোট ১৭ জনকে সিআইডি প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করেছে।
Published : 08 Jul 2024, 09:47 PM
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম সংগঠনের পদ হারিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিয়াম ও তার বাবা গ্রেপ্তার হওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি।"
সিয়ামের বাবা সৈয়দ আবেদ আলী জীবন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। তাদের দুজনসহ মোট ১৭ জনকে সিআইডি প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে সাতজনই পিএসসির সাবেক ও বর্তমান কর্মী। তাদের মধ্যে পিএসপির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক রয়েছেন।
এই চক্রটি প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বলে রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সেখান এই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।
তাদের মধ্যে আবেদ আলী ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেইসবুকে ঘুরতে থাকে। এরপরই চক্রটিকে ধরতে অভিযানে নামে সিআইডি।