শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করার পর এ সিদ্ধান্ত এলো।
Published : 22 Aug 2024, 03:40 PM
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
এতে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করা করে বিএনপি। সেদিন ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ঘে একজনের মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।