Published : 27 Aug 2023, 05:23 PM
‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’ বলে যে অভিযোগ ক্ষমতাসীন দলের নেতা ওবায়দুল কাদের তুলেছেন, সেসব কথা বলে সরকারের ‘পরিণতি ঠেকানো যাবে না’ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “ওবায়দুল কাদের সাহেব ‘আমরা শেষ হয়ে যাব’ এই কথাগুলো বলে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করলেও কি আর মনোবল চাঙ্গা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, অর্থনীতিকে যেভাবে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এটা আপনারা ঠেকাতে পারছেন না।
“এখন জোর করে জুলুম করে, বিরোধী শক্তির ওপর একেবারে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদেরকে থেঁতলা করে, ঝাঁঝরা করে… এই গত কয়েকদিনের কথা বলছি। এই পরিণতি করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবেন? পারবেন না।”
রোববার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হে্াসেনসহ অনান্য নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সেখানই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করেন রিজভী।
ঢাকার মিরপুরে খাদ্য সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে শনিবার কাদের বলেন, "নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।“
এর জবাবে ক্ষমতাসীনদের উদ্দেশ করে রিজভী বলেন, “কীভাবে মুখ লুকাবেন? ভারত চন্দ্রযান টিম পাঠিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছে। টাকা লেগেছে ৬৫০ রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা। আর ফরিদপুর জেলা ছাত্র লীগের একজন সভাপতি, সে পাচার করেছে ২ হাজার কোটি টাকা।
“চট্টগ্রাম থেকে কক্সবাজার এই যে ফোরলেইনের রাস্তা, তার প্রতি কিলো মিটারের জন্য খরচ হচ্ছে ২৭৫ কোটি টাকা। আর কয়েক লক্ষ কিলোমিটার চাঁদে সেখানে চন্দ্র যান যাচ্ছে খরচ হয়েছে আমাদের টাকায় ৯০০ কোটি টাকা। এরপরও কি ওবায়দুল কাদের সাহেব আপনাদের লজ্জা করে না?...।“
সরকারের নৈতিক অবস্থান‘দুর্বল’ হয়ে গেছে মন্তব্য করে রিজভী বলেন, “একটা দল যদি দুর্বৃত্ত হয়, তাহলে প্রতিবারই কোনো না কোনো দৃষ্টান্ত থাকবে। তাহলে বার বার ক্ষমতায় আসছে কেন? কারণ এই দল মানুষকে নিরাপত্তা দিয়েছে, জিয়াউর রহমানের আমলে মানুষ দরজা খুলে রাত্রে ঘুমাতে পারত, শক্তি ও নিরাপত্তা দিয়েছে এই দলই, সর্বপরি দিয়েছে বহুদলীয় গণতন্ত্র। আপনারা রেজিস্টার্ড মিথ্যাবাদী।”
বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম তালুকদার বক্তব্য দেন।