Published : 01 May 2025, 01:01 AM
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
তিনি সামার সেমিস্টারে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
বুধবার এ কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নির্ধারিত লিংকে (https://www.northsouth.edu/sipg/notice/empg-8-summer-2025-admission-test-results.html) প্রবেশ করে পরীক্ষার ফল জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একাধিক কর্মকর্তা উপদেষ্টার ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাম প্রকাশ করে এ বিষয়ে তারা কথা বলতে চাননি।
গত ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা হয়। শুক্রবার সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের ফেইসবুক পেইজে উপদেষ্টার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ছবি প্রকাশ করা হয়।
কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টমেন্ট কলেজ থেকে এইচএসসি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। পরে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে।
২০২৩ সালের অক্টোবরে গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান আসিফ মাহমুদ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাবে।
শেষ হাসিনার সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাত্র ২৫ বছর বয়সে উপদেষ্টা পরিষদে যোগ দেন আসিফ মাহমুদ।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত অল্প বয়সে এই ধরনের গুরু দায়িত্বে এর আগে কাউকে বসতে দেখা যায়নি, পুরো দক্ষিণ এশিয়াতেও এমন ঘটনা বিরল।